ঢাকার আইসিসিবিতে আয়োজিত বাথ অ্যান্ড কিচেন এক্সপোতে স্বনামধন্য লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্-এর নতুন হাইড্রোপিউরিফিকেশন সমৃদ্ধ স্মার্ট সিংকের শুভ উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির হেড অফ ইন্টেরিয়র আর্কিটেকচার অ্যান্ড আর্কিটেকচার ডিপার্টমেন্ট, আর্কিটেক্ট রুবানা সাদিয়া আলম।