বগুড়ায় উদ্বোধন হলো লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্-এর স্টোর। শনিবার (০৫ আগস্ট) স্টোরটি উদ্বোধন করেন দেশবরেণ্য স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইস্ এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাথওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইসয়ে।