BDT

দেশ রূপান্তর – ফ্ল্যাগশিপ স্টোর নিয়ে বগুড়ায় সুইস্

বগুড়ায় লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্-এর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) স্টোরটি উদ্বোধন করেন দেশবরেণ্য স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইস্ এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীরা।

লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাথওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইস্-এ। এ ছাড়াও সুইস্-এর আরো ৬টি ফ্ল্যাগশিপ স্টোর আছে রাজধানীর বনানী, কুড়িল, হাতিরপুল, উত্তরা, বাংলামোটর এবং চট্টগ্রামের কাজীর দেউড়ীতে।

News Covered

দেশ রূপান্তর: https://www.deshrupantor.com/corporate/2023/08/06/443937/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your regional site