News & PR

কালের কণ্ঠ – আইএবি বিল্ড এক্সপো: সুইস’র আইল্যান্ড কিচেন হুডের উদ্বোধন

নির্মাণ সামগ্রী নিয়ে দেশের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ প্রদর্শনী আইএবি বিল্ড এক্সপো ২০২৩-এ লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্- এর প্লাটিনাম লাউঞ্জে নতুন আইল্যান্ড কিচেন হুডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সুইস্ এর নতুন আইল্যান্ড কিচেন হুডের উদ্বোধন করেন আর্কিটেক্ট কে.এম. মাহফুজুল হক জগলুল এবং আর্কিটেক্ট মাসুদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাথওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইস্ এ।

সুইস্ এর ৮টি ফ্ল্যাগশিপ স্টোরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছে ১টি এবং বাংলাদেশে রয়েছে ৭টি, বনানী, কুড়িল, হাতিরপুল, উত্তরা, বাংলামোটর, বগুড়া এবং চট্টগ্রাম।

News Covered

কালের কণ্ঠ: https://www.kalerkantho.com/online/corporatecorner/2023/11/01/1332303

MOST POPULAR

Select your Region

China

English

UK

English